সোমবার ২১ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর

Rahul Majumder | | Editor: Syamasri Saha ২৭ ফেব্রুয়ারী ২০২৫ ১৩ : ৫৮Rahul Majumder
নিজস্ব সংবাদদাতা: নাট্যপ্রেমীদের আকাঙিক্ষত সংসৃতি নাট্য উৎসব বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি থেকে একাডেমি অফ ফাইন আর্টসের মঞ্চে শুরু হচ্ছে। চার দিনের এই নাট্য উৎসব চলবে ২ মার্চ পর্যন্ত। ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধে সাড়ে ছটায় ‘শের আফগান’,২৮ ফেব্রুয়ারি শুক্রবার, সন্ধে সাড়ে ছটায় ‘আন্তিগোনে’, ১ মার্চ শনিবার, দুপুর তিনটেয় ‘কোথাকার চরিত্র কোথায় রেখেছো’, ১ মার্চ শনিবার, সন্ধে সাড়ে ছটায় ‘ব্রেন’, ২ মার্চ রবিবার দুপুর তিনটেয় ‘খোক্কস’ এবং ২ মার্চ রবিবার সন্ধে সাড়ে ছটায় ‘হয়বদন’।
নয়ের দশকে শুরু হওয়া এই নাট্য উৎসব এবারে পা রাখল ৩২ বছরে। এবারের সংসৃতি নাট্য উৎসবের থিম ঠিক কী? কেন এবারের উৎসব বাকি বছরের তুলনায় অনেক বেশি ‘কঠিন’? আজকাল ডট ইন-কে জানালেন এই উৎসবের আয়োজক তথা বাংলা নাট্যজগতের অন্যতম পরিচিত ব্যক্তিত্ব দেবেশ চট্টোপাধ্যায়।
বেশ ফুরফুরে মেজাজেই পাওয়া গেল নাট্যকারকে –“সংসৃতি দলের পথ চলা শুরু ১৯৯৩ থেকে। দলের জন্মদিন ২৮ ফেব্রুয়ারি। সেই উপলক্ষে আমরা প্রতি বছর-ই একটা নাট্য উৎসবের আয়োজন করি। এই নাট্য উৎসবে নাটকের পাশাপাশি একাধিক সম্মেলনের আয়োজন করা হয়। প্রতি বছর-ই আমাদের এই নাট্য উৎসবের একটা থিম থাকে। এবারের থিম নারীদের বিপ্লব। সারা পৃথিবীতে যত নারীদের বিপ্লব হয়েছে, তা নিয়েই। এটা আবার পুরোপুরি নারীবাদী...এরকম নয় কিন্তু বিষয়টা। বরং বলা ভাল, নারীশক্তির ইতিহাস।”
খানিক থেমে ‘উইঙ্কল টুইঙ্কল’ নাটকের পরিচালক বলে উঠলেন, “এবারে আমাদের লড়াইটা আরও বেশি। অনেকটাই বেশি। কেন্দ্রীয় সরকার আমাদের নাট্যদলের অনুদান কেড়ে নিয়েছে। কেন্দ্রের গুণকীর্তন করে নাটক মঞ্চস্থ করতে হবে, সেই ফরমান অগ্রাহ্য করার পাশাপাশি বিরোধিতা করার কারণেই এই কাণ্ডটি করেছে কেন্দ্রীয় সরকার। তার ফলে, সম্পূর্ণ মানুষের উপর নির্ভর করতে হচ্ছে। তাই এ বছর থেকে সংসৃতি একক সংগ্রামের ইতিহাস শুরু হল। অবশ্য তাতে আমাদের দাবানো যাবে না! কারণ দর্শক আমাদের বাঁচিয়ে রাখে। সেই দিক থেকে অনুদান না পেয়ে ভাল-ই হয়েছে আমাদের পক্ষে। কোনও নির্ভরশীলতা আর রইল না। আমাদের একটাই নির্ভরশীলতা রয়েছে আর তা হল দর্শকের উপর। আমার দৃঢ় বিশ্বাস, দর্শক সংসৃতিবিমুখ হবেন না।”
সংসৃতি নাট্যোৎসবের প্রথম দিনের নাটক শের আফগান। নামভূমিকায় রজতাভ দত্ত। সংসৃতি নাট্যোৎসব নিয়ে জনপ্রিয় এই অভিনেতার কথায়, “৩২ বছর পেরোল সংসৃতি। এত বছরে নাট্যকার হিসাবে দেবেশের যেমন বিবর্তন হয়েছে, সংসৃতির-ও হয়েছে। বিভিন্ন ধরনের, নানান ঘরানার নাটক নিয়ে যে কাজ করেছে এই দল তা আর বলার অপেক্ষা রাখে না। এই রকম নাট্যোৎসবের জন্য কিন্তু পুরনো নাটককে ফের একবার ফিরে দেখার সুযোগ পাওয়া যায়। সেটা কিন্তু কম চমৎকার ব্যাপার নয়। 'শের আফগান'-ই তো ১০ মাস পর মঞ্চস্থ হল... তাছাড়া, কোনও দলের এত দীর্ঘ বছর পথ চলাও কিন্তু কম চাট্টিখানি ব্যাপার নয়। কেন্দ্রীয় অনুদান নেই, নানান ভাঙাগড়ার আবহেও সংসৃতি কিন্তু নিজের জায়গা দিনের পর দিন আরও সুদৃঢ় করেছে। দেবেশকে অভিনন্দন, সংসৃতিকেও জানাই আমার আন্তরিক অভিনন্দন।”
নানান খবর
নানান খবর

লোকাল ট্রেনে একা পেয়ে চরম অশ্লীল প্রস্তাব! প্রভাসের নায়িকার বীভৎস অভিজ্ঞতা শুনে শিউরে উঠবেন

‘শহীদ’-এর পর এবার উজ্জ্বল নিকম? আমির সরে দাঁড়াতেই কেরিয়ারের সবচেয়ে শক্তিশালী চরিত্রে রাজকুমার?

খ্রিস্টান রীতিতে এবার বিয়ে করছেন কপিল! কিন্তু বৌ কি নিজের না অন্যের?

রোহিত শেট্টি অ্যাকশন থ্রিলারে যিশু সেনগুপ্ত! প্রথমবার জুটি বেঁধে কোন গল্প বলবেন পরিচালক-অভিনেতা?

‘কৃষ ৩’তে প্রধান খলনায়ক হতে পারতেন অজয়! কেন রাজি হলেন না? জানলে চমকে যাবেন!

দ্বিতীয় বিয়ের দেড় বছরের মধ্যেই বাবা হলেন সৌম্য চক্রবর্তী, পুত্র না কন্যা সন্তান এল গায়কের ঘরে?

আটকে গেল সলমন অভিনীত প্রথম বায়োপিক! বিয়ে না করেই ৪৯ বছরে অন্তঃসত্ত্বা আমিশা?

বেনারসে ঘনাল বিভীষিকা! 'বাপি-প্রমথ'কে নিয়ে কোন রহস্যভেদে 'একেন বাবু'? টিজারেই উঠল কৌতূহলের ঢেউ

ফিরছে অপরাজিতা-প্রিয়াঙ্কার জুটি, মা-মেয়ের কোন অজানা গল্পে ডুব দেবেন দুই অভিনেত্রী?

শেষ হল 'দেবী চৌধুরানী'র পোস্ট প্রোডাকশনের কাজ, কবে আসছে বড়পর্দায়? কী জানালেন শুভ্রজিৎ মিত্র?

শাহরুখ-সুহানার রাজপাটে বাজিমাৎ করতে আসছেন আরশাদ! ‘কিং’-এর গোপন অস্ত্রটা কি আসলে তিনি-ই?

রাখি গুলজারের পোশাক ছিঁড়তে গিয়েছিলেন রঞ্জিত! জানতে পেরেই কোন কড়া ব্যবস্থা নিয়েছিল তাঁর পরিবার?

Exclusive: ৬০ পেরিয়ে সাতপাকে দিলীপ! ‘দাম্পত্য কীভাবে সামলাবেন ভাবলেই মজা লাগছে’ শুভেচ্ছা জানালেন দীপঙ্কর-দোলন

'কেশরী ২'-তে অক্ষয়ের অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ টুইঙ্কেল, গর্বে উচ্ছ্বসিত হয়ে কী বললেন 'খিলাড়ি' পত্নী?

‘তারকা’ হলে কী হবে, পারিশ্রমিক না কমালে কাজ পাবেন না! কোন তারকাদের সতর্কবার্তা সুজিতের?